মঞ্জরী ফড়ণীস

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
মঞ্জরী ফড়ণীস
মঞ্জরি ফড়ণীস
২০১৭ সালে মঞ্জরি
জন্ম (1988-07-10) ১০ জুলাই ১৯৮৮ (বয়স ৩৫)
পেশাঅভিনেতা, মডেল
কর্মজীবন২০০৪ – বর্তমান

মঞ্জরি ফড়ণীস হলেন একজন ভারতীয় অভিনেত্রী, যিনি মারাঠি, হিন্দি, তেলুগু, বাংলা, মালয়ালম, কন্নড় এবং তামিল চলচ্চিত্রে কাজ করেন। ২০০৮ সালে হিন্দি ছবি জানে তু... ইয়া জানে না দিয়ে বেশ পরিচিতি লাভ করেন।[১]

কর্মজীবন

মঞ্জরিকে প্রথম দেখা যায় ভারতীয় টেলিভিশন আন্তর্জাতিক আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান পপ্‌স্টারস-এর ভারতীয় সংস্করণের ২য় মৌসুমে, যা কিনা ভারতীয় টিভি মাধ্যম চ্যানেল ভিতে সম্প্রচারিত হয়েছিল। তিনি চূড়ান্ত আট প্রতিযোগীর একজন ছিলেন। যার শুধুমাত্র ৪জনই ব্যান্ড আসমা গঠন করেছিলেন। মঞ্জরি ফড়ণীস তার কর্মজীবন শুরু করেন ২০০৪ সালে রোখ সাকো ত রোখ লো ছবি দিয়ে, কিন্তু তার সাফল্য এনে দেয় ছবি জানে তু্‌... ইয়া জানে না (২০০৮ সাল) ছবিতে মুখ্য ভূমিকার প্রেমিকা রুপে অভিনয় করেছিলেন। ইত্যপূর্বে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার-বিজয়ী বাঙ্গালী ঘরনার ছবি ফালতু এবং মুম্বাই সালসা ছবিদ্বয়েরও অংশ হয়েছিলেন। ২০০৮ সালে তিনি সিদ্দু ফ্রম শ্রীকাকুলাম ছবি দিয়ে তেলুগু চলচ্চিত্রে পা রাখেন, যার হাত ধরে পরে তার প্রথম তামিল ছবি মুথিরাই মুক্তি পায়।[২]

মঞ্জরির কাজ সাম্প্রতিকালে কিস কিসকো পেয়ার কারু ছবিতে কপিল শর্মার বিপরীতে কাজ করেন। [৩]

ব্যক্তিগত জীবন

মঞ্জরি মুম্বই শহরে জন্মগ্রহণ করেন, কিন্তু বেড়ে উঠেন পুনেতে। তিনি হরেক রকমের চরিত্র করেন বিভিন্ন চলচ্চিত্রে বিভিন্ন ভাষা যেমন তামিল, বাংলা, হিন্দি এবং কন্নড়। মঞ্জরি যে পরিবার থেকে আসেন সেই পরিবারের কোনো সদস্য এর পূর্বে ভারতীয় চলচ্চিত্র শিল্পের সহিত যুক্ত ছিলেন না। তার পিতা ভারতীয় সামরিক বাহিনীতে কাজ করতেন এবং সেই কাজের সুবাদেই তিনি দেশের বিভিন্ন জায়গায় যান। তিনি চলচ্চিত্র শিল্পের সহিত যুক্ত হবেন বলে এর আগে আশা করেননি, তবুও তিনি ২০০৪ সালে বলিউডে পা রাখেন।

চলচ্চিত্র তালিকা

সাল ছবি ভূমিকা ভাষা
২০০৪ রোখ সাকো তো রোখ লো সুহানা হিন্দি
২০০৬ ফালতু টুকটুকি বাংলা
২০০৭ মুম্বাই সালসা মায়া চান্ধক হিন্দি
২০০৮ জানে তু... ইয়া জানে না মেঘনা হিন্দি বিজয়ীনি
স্টারডাস্ট পুরস্কার ফর ব্রেকথ্রু পার্ফর্মেন্স - নারী
Siddu From Sikakulam Sailaja Reddy Telugu
২০০৯ মুথিরাই আর্তি তামিল
২০১০ Inkosaari Shruthi Telugu
সুভপ্রাধাম ইন্দু তেলুগু
আই এম টুয়েন্টি ফোর কণক হিন্দি
২০১১ Shakti Gauri তেলুগু
Zokkomon কিট্টু হিন্দি
২০১২ মুনজানে পবিত্র কর্ণাটক
২০১৩ গ্র্যান্ড মাস্তি তুলসী হিন্দি
ওয়ার্নিং সাবিনা সান্যাল হিন্দি
২০১৪ মিঃ ফ্রড প্রিয়া মালয়ালম
ওহা তাজ হিন্দি
২০১৫ কিস কিসকো পেয়ার কারু জুহি হিন্দি
২০১৬ সার্ভ মঙ্গল সাবধান ভ্রুশালি মারাঠি
২০১৭ জিনা ইসি কা নাম হ্যায় আলিয়া হিন্দি

তথ্যসূত্র

  1. "Metro Plus Mangalore / People : Fourth time lucky"। The Hindu। ২০০৮-০৭-২৬। ২০১৩-১০-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-১৫ 
  2. "Singing sensation"The Hindu। মে ২২, ২০০৯। ২৯ মে ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১১ 
  3. http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news-and-interviews/I-got-M-Town-film-after-being-spotted-on-the-ramp-Manjari-Phadnis/articleshow/31109409.cms

বহিঃসংযোগ

Commons-logo.svg উইকিমিডিয়া কমন্সে মঞ্জরী ফড়ণীস সম্পর্কিত মিডিয়া দেখুন।