ডেলা গডফ্রে

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
ডেলা গডফ্রে
চিত্র:ডেলা গডফ্রে.jpeg
অন্ধ্র প্রদেশ বিধানসভা
কাজের মেয়াদ
১৯৯৪ – ২০০৪
সংসদীয় এলাকাঅ্যাংলো-ভারতীয়দের জন্য সংরক্ষিত আসন
ব্যক্তিগত বিবরণ
মৃত্যু২৩ এপ্রিল ২০১৯
রাজনৈতিক দলতেলুগু দেশম পার্টি

ডেলা গডফ্রে একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন যিনি তেলুগু দেশম পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি অন্ধ্র প্রদেশ বিধানসভায় অ্যাংলো-ভারতীয়দের জন্য সংরক্ষিত আসনের বিধায়ক পদে মনোনীত হয়েছিলেন। তিনি দুই মেয়াদে অন্ধ্র প্রদেশ বিধানসভার বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

জীবনী

ডেলা গডফ্রে হায়দ্রাবাদে জন্মেছেন ও বেড়ে উঠেছেন। তার বাবা অ্যালেন গডফ্রে হায়দ্রাবাদের নিজামের রাজকীয় টাঁকশালের প্রকৌশলী ছিলেন ও তার মা মেজরি গডফ্রে ছিলেন একজন শিক্ষাবিদ, সাংসদ ও বিধায়ক। তিনি রোজারি কনভেন্ট মাধ্যমিক বিদ্যালয় ও কোথি মহিলা কলেজে পড়াশোনা করেছেন। তিনি কেএলএমের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি দুই মেয়াদে অন্ধ্র প্রদেশ বিধানসভার অ্যাংলো-ভারতীয়দের জন্য সংরক্ষিত আসনের বিধায়ক পদে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৪ সাল পর্যন্ত উক্ত পদে ছিলেন। ২০১৯ সালের ২৩ এপ্রিল তিনি প্রয়াত হন।[১][২][৩]

তথ্যসূত্র

  1. "Hyderabad: Former nominated MLA Della Godfrey passes away"Telangana Today। ২৩ এপ্রিল ২০১৯। ২৩ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯ 
  2. "Della Godfrey dies after cardiac arrest"Deccan Chronicle। ২৪ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯ 
  3. "Former MLA Della Godfrey passes away"The Times of India। ২৪ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯