ইউলি চৌধুরি

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
ইউলি চৌধুরি
জন্ম
উর্মিলা ইউলি চৌধুরী

(১৯২৩-১০-০৪)৪ অক্টোবর ১৯২৩[১]
মৃত্যু২০ সেপ্টেম্বর ১৯৯৫(1995-09-20) (বয়স ৭১)
জাতীয়তাভারতীয়
পেশাস্থপতি, ল্যান্ডস্কেপ স্থপতি, ডিজাইনার, শিক্ষিকা এবং লেখিকা

উর্মিলা ইউলি চৌধুরি (৪ অক্টোবর ১৯২৩ - ২০ সেপ্টেম্বর ১৯৯৫) ছিলেন একজন ভারতীয় স্থপতি যিনি ২০ শতকের মাঝামাঝি সময় থেকে শেষ অবধি কাজ করেছিলেন। তিনি সাধারণ স্থাপত্য, ল্যান্ডস্কেপ স্থাপত্য এবং নকশা ক্ষেত্রে কাজ করেছিলেন। এছাড়াও তিনি একজন শিক্ষক এবং লেখিকা ছিলেন। তিনি ভারতে কর্মরত একজন অগ্রণী নারী স্থপতি ছিলেন। কিছু সূত্র থেকে জানা যায় যে তিনি এশিয়া মহাদেশেরও প্রথম নারী স্থপতি ছিলেন।[২][২][৩] শিক্ষাজীবন শেষ করে তিনি চণ্ডীগড় শহরের নকশা এবং নির্মাণ পরিকল্পনায় লে করবুসিয়ারের সাথে ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করেছিলেন।[৪]

প্রথম জীবন এবং পরিবার

ইউলি চৌধুরি ১৯২৩ সালে উত্তরপ্রদেশের শাহজাহানপুরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি জাপানের কৌবে থেকে কেমব্রিজ স্কুল সার্টিফিকেট অর্জন করেছিলেন। তিনি সিডনি বিশ্ববিদ্যালয়ে স্থাপত্যবিদ্যা এবং সিডনির জুলিয়ান অ্যাশবোর্ন স্কুল অফ আর্টের কনজারভেটরি অফ মিউজিকে পড়াশোনা করেছিলেন। পাশাপশি তিনি নিউ জার্সির এঙ্গেলউড থেকে সিরামিকসেও একটি ডিগ্রি অর্জন করেছিলেন।[৫] তার বাবা ছিলেন একজন কূটনীতিক। তিনি পাঞ্জাব সরকারের উপদেষ্টা স্থপতি যুগল কিশোর চৌধুরির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

মৃত্যু

ইউলি চৌধুরি ১৯৯৫ সালের ২০ সেপ্টেম্বর ভারতের চণ্ডীগড়ে মৃত্যুবরণ করেছেন। [৪] তিনি ছিলেন ভারতীয় স্থাপত্যের একজন অগ্রণী নারী।

তথ্যসূত্র

  1. Women Scientists in India
  2. ২.০ ২.১ International Archive of Women in Architecture Newsletter। International Archive of Women in Architecture, Virginia Polytechnic Institute and State University। ১৯৮৯। 
  3. Full of life at 90 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ মার্চ ২০১৬ তারিখে, PhilStar, 18 July 2012, Retrieved 19 November 2015
  4. ৪.০ ৪.১ "House that was Eulie's home"। Roopinder Singh journalist, author & photographer। ১ সেপ্টেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৫ 
  5. "The Tribune, Chandigarh, India – Opinions"www.tribuneindia.com। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-১০-১৫