আইনুল হক

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
আইনুল হক
চিত্র:আইনুল হক.jpg
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মোহাম্মদ আইনুল হক
মৃত্যু টেমপ্লেট:মৃত্যু তারিখ
মৃত্যুর স্থান ঢাকা, বাংলাদেশ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৬২–0000 পুলিশ দল
ফায়ার সার্ভিস দল
১৯৬৮–১৯৭৭ ঢাকা মোহামেডান
জাতীয় দল
স্বাধীন বাংলা
* শুধুমাত্র ঘরোয়া লীগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

মোহাম্মদ আইনুল হক (আইনুল হক নামে সুপরিচিত) একজন বাংলাদেশী পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন।[১] ভক্তদের কাছে ডিআইটি (যা রাজউক ভবনের তৎকালীন ভবন ঢাকা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট ভবনের সংক্ষিপ্ত রূপ) ডাকনামে পরিচিত আইনুল তার দীর্ঘ খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় ঢাকা মোহামেডানের হয়ে খেলেছিলেন। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে মুক্তিযোদ্ধা হিসেবে একজন ফুটবল যোদ্ধার ভূমিকা পালন করেছিলেন। স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে খেলে মুক্তিযোদ্ধাদের সহযোগিতার জন্য তহবিল সংগ্রহ করেছিলেন।

১৯৬২ সালে, বাংলাদেশী ফুটবল ক্লাব পুলিশ দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন।[২] অতঃপর তিনি ফায়ার সার্ভিস দলে যোগদান করেছিলেন।[২] ফায়ার সার্ভিসে চমৎকার নৈপুণ্যের কারণে ১৯৬৮ সালে তিনি ঢাকা মোহামেডানে যোগদান করেছিলেন; ঢাকা মোহামেডানের হয়ে ১০ মৌসুম খেলার পর তিনি অবসর গ্রহণ করেছিলেন।[২]

ব্যক্তিগত জীবন

ফুটবল খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর, আইনুল তার স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে সংসার চালাতে একটি বেসরকারী প্রতিষ্ঠানে সামান্য চাকুরিতে কাটিয়ে দেন ২২টি বছর। ২০১৭ সালের ২৯শে আগস্ট তারিখে, বাংলাদেশের ঢাকার জিগাতলার নিজ বাসস্থানে হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার মাধ্যমে হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।[৩][৪]

তথ্যসূত্র

  1. "Shadhin Bangla Football Team player passes away" [স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়ের মৃত্যু]। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (ইংরেজি ভাষায়)। ২৯ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২১ 
  2. ২.০ ২.১ ২.২ "Famed footballer Ainul Haque passes away" [প্রয়াত হলেন বিখ্যাত ফুটবলার আইনুল হক]। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৯ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২১ 
  3. "মুক্তিযোদ্ধা ফুটবলার আইনুল হক আর নেই"এনটিভি অনলাইন। ২৯ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৭ 
  4. "Swadhin Bangla footballer Ainul dies" [স্বাধীন বাংলা ফুটবলার আইনুলের মৃত্যু]। নিউ এজ (ইংরেজি ভাষায়)। ৩০ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২১