অক্ষর প্যাটেল

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
অক্ষর প্যাটেল
লুয়া ত্রুটি মডিউল:Wikidata এর 879 নং লাইনে: attempt to index field 'wikibase' (a nil value)।
লুয়া ত্রুটি মডিউল:Wikidata এর 798 নং লাইনে: attempt to index field 'wikibase' (a nil value)।
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামঅক্ষর রাজেশভাই প্যাটেল
জন্ম (1994-01-20) ২০ জানুয়ারি ১৯৯৪ (বয়স ৩০)
আনন্দ, গুজরাত, ভারত
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনস্লো লেফট-আর্ম অর্থোডক্স
ভূমিকাঅল-রাউন্ডার
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১২–বর্তমানগুজরাট
২০১৩মুম্বই ইন্ডিয়ান্স
২০১৪–বর্তমানকিংস ইলাভেন পাঞ্জাব
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই এফসি এলএ টি২০
ম্যাচ সংখ্যা ২৯ ৩০
রানের সংখ্যা ৪০ ৪০১ ৪৭৭ ১৮২
ব্যাটিং গড় ২০.০০ ৪৪.৫৫ ২৬.৫০ ১৪.০০
১০০/৫০ -/- ০/৩ ০/২ ০/০
সর্বোচ্চ রান ১৭* ৬৯* ৯৩ ৪৩*
বল করেছে ৩৭৯ ১,৯৯১ ১,৪২৪ ৬৭৩
উইকেট ১৪ ২৯ ৩৪ ২৮
বোলিং গড় ২০.২৮ ২৪.১০ ৩১.০০ ২৪.৫৭
ইনিংসে ৫ উইকেট - -
ম্যাচে ১০ উইকেট - n/a n/a
সেরা বোলিং ৩/৪০ ৬/৫৫ ৪/২৪ ৩/২১
ক্যাচ/স্ট্যাম্পিং ৯/- ৬/- ১৪/- ১০/-
উৎস: Cricinfo, ২ সেপ্টেম্বর ২০১৪

অক্ষর রাজেশভাই প্যাটেল (গুজরাটি: અક્ષર પટેલ; জন্ম: ২০ জানুয়ারি, ১৯৯৪) গুজরাটের আনন্দে জন্মগ্রহণকারী তরুন ভারতীয় ক্রিকেটার। অক্ষর প্যাটেল ভারত ক্রিকেট দলে খেলছেন। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে রয়েছেন। বামহাতি ব্যাটসম্যান ও স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে দক্ষ তিনি। ২০১৪ সালের শুরুতে বিসিসিআই কর্তৃক ২০১২-১৩ মৌসুমের বর্ষসেরা অনূর্ধ্ব-১৯ ক্রিকেটাররূপে তার নাম উপস্থাপন করা হয়।[১]

প্রারম্ভিক জীবন

ক্রিকেট অনুশীলনে অক্ষর প্যাটেল (২০১৯-২০ সাল)

গুজরাটের পক্ষে একটিমাত্র প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নেন। ২০১৩ সালে তিনি অধিক সফলকাম হন। নিজস্ব দ্বিতীয় খেলায় দিল্লি’র প্রথম ইনিংসে ৫৫ রানের বিনিময়ে ৬ উইকেট লাভ করেন যা তার প্রথম-শ্রেণীর ক্রিকেটে প্রথম পাঁচ-উইকেট প্রাপ্তি।[২] ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে ২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে খেললেও পুরো মৌসুমে সংরক্ষিত আসনে বসে থাকতে হয়েছে তাকে। ২০১৪ সালের আইপিএলে কিংস ইলাভেন পাঞ্জাবের সাথে চুক্তিবদ্ধ হন ও ১৭ উইকেট পান।

খেলোয়াড়ী জীবন

২০১৪ সালে আইপিএলে চমকপ্রদ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করায় বাংলাদেশ সফরের জন্য পারভেজ রসুলের সাথে তাকেও ভারতের একদিনের আন্তর্জাতিক দলে অন্তর্ভুক্ত করা হয়।[৩] সিরিজের প্রথম খেলায় শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে তার ওডিআই অভিষেক ঘটে। খেলায় তিনি ৫৯ রান দিয়ে একটিমাত্র উইকেট দখল করেন। এরপর তিনি সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে অংশ নেন ও চতুর্থ ওডিআইয়ে ১০ ওভার বোলিং করে ২৬ রানে ২ উইকেট নেন। শ্রীলঙ্কা দলের আকস্মিকভাবে ভারত সফরে সিরিজের সবগুলো ওডিআইয়েই অংশগ্রহণ করেন। সিরিজে তিনি ১১ উইকেট পান।

তথ্যসূত্র

  1. Akshar named best U-19 cricketer ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ জুলাই ২০১৪ তারিখে. Times Of India (mobile site). Retrieved 18 জুন 2014.
  2. Delhi concede slender 1st innings lead as Akshar grabs six wickets. Times Of India. Retrieved 9 November 2013.
  3. http://www.emirates247.com/sports/cricket/india-vs-bangladesh-1st-odi-india-romp-to-7-wicket-win-2014-06-15-1.552931 India vs Bangladesh 1st ODI introducing debutants Parvez Rasool and Akshar Patel. Emirates 24/7. Retrieved 18 জুন 2014.

বহিঃসংযোগ